Logo
×

Follow Us

বাংলাদেশ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:২৩

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশি প্রবাসীর মরদেহ চট্টগ্রামে পৌঁছানোর পর নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। ১৯ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত সন্দ্বীপ ও রাউজানের বিভিন্ন এলাকায় জানাজা ও দাফনের সময় শোকের ছায়া নেমে আসে। স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন সন্দ্বীপের- আমিন মাঝি, আরজু, রকি, সাহাব উদ্দিন, বাবলু, জুয়েল ও রনি। আর একজন আলাউদ্দিন ছিলেন রাউজানের বাসিন্দা। তারা সবাই মাছ ধরার বোটে কাজ করতেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সচ্ছলতার আশায় ওমানে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু ফিরলেন কফিনে।

১৮ অক্টোবর রাতে বিমানযোগে মরদেহগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় মরদেহগুলো নিজ নিজ গ্রামে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর ওমানের মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে দুকুম সিদ্দার দিকে যাওয়ার সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। মাছ ধরার কাজ শেষে ফেরার পথে এই দুর্ঘটনায় প্রাণ হারান আটজন বাংলাদেশি।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তবে পরিবারগুলোর দাবি, প্রবাসীদের নিরাপত্তা ও দুর্ঘটনার পর দ্রুত সহায়তা নিশ্চিত করতে সরকারকে আরো সক্রিয় হতে হবে।

Logo