বিমানবন্দরের আগুনে ১ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানিতে শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যদিও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো জানা যায়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন, এই ঘটনায় এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই তথ্য প্রকাশ করেছে।
ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট কবীর আহমেদ খান জানান, সরাসরি ক্ষতির হিসাব এখনই দেওয়া না গেলেও পরোক্ষভাবে বিপুল অর্থনৈতিক প্রভাব পড়বে। তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল, কৃষি ও বাণিজ্যিক খাতের কাঁচামালসহ গুরুত্বপূর্ণ পণ্য এই কার্গো ভিলেজে সংরক্ষিত ছিল।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “৫০০-র বেশি রপ্তানিকারকের ছোট ছোট মালামাল সেখানে ছিল। টাকার অঙ্কে ক্ষতি কম হলেও এর সঙ্গে মিলিয়ন ডলারের রপ্তানি জড়িত।” তিনি জানান, সময়মতো কাঁচামাল না পেলে অর্ডার বাতিল, অতিরিক্ত খরচে এয়ার শিপমেন্ট, ডিসকাউন্ট দিতে বাধ্য হওয়া, এমনকি অর্ডার হারানোর ঝুঁকি তৈরি হয়।
বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীও একই আশঙ্কা প্রকাশ করেছেন। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, সদস্যদের কাছে চিঠি পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তিনি নিজেও নিশ্চিত নন, তার আমদানিকৃত মেশিনারিজ অক্ষত আছে কিনা।
জেমটেক্স লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ জানান, তার ভারত থেকে আনা ৪০ কেজি অ্যাক্সেসরিজ পুড়ে যাওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। এই পণ্যের মাধ্যমে ১.৬২ লাখ ডলারের রপ্তানি হওয়ার কথা ছিল, যা এখন অনিশ্চিত।
একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জানান, তাদের ৭৫ হাজার ডলারের কেমিক্যাল পুড়ে গেছে। তিনি বলেন, “বৃহস্পতিবার ছাড় করাতে পারিনি, রোববার করার কথা ছিল। কিন্তু তার আগেই সব পুড়ে গেছে।”
কার্গো ভিলেজ মূলত হালকা যন্ত্রপাতি, ইলেকট্রনিক পণ্য, তৈরি পোশাক, নমুনা, অ্যাক্সেসরিজ, দলিলপত্র ও পারসেল আমদানি-রপ্তানির জন্য ব্যবহৃত হয়। গত বছর বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল প্রায় ৪০ বিলিয়ন ডলার, যার বড় একটি অংশ এই কার্গো ভিলেজের মাধ্যমে পরিচালিত হয়।
এই অগ্নিকাণ্ড শুধু অবকাঠামোগত ক্ষতির বাইরে গিয়ে দেশের বৈদেশিক বাণিজ্য ও রপ্তানি আস্থার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
logo-1-1740906910.png)