Logo
×

Follow Us

বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ অক্টোবর ২০২৫

বাহরাইনে সড়ক দুর্ঘটনা বাড়ছে, সতর্ক থাকতে হবে প্রবাসীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:৫৪

বাহরাইনে সড়ক দুর্ঘটনা বাড়ছে, সতর্ক থাকতে হবে প্রবাসীদের

বাহরাইন

বাহরাইনে সড়ক দুর্ঘটনা বাড়ছে, সতর্ক থাকতে হবে প্রবাসীদের

বাহরাইনে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় নাগরিক এবং প্রবাসীদের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, ওপেন ডেটা পোর্টালের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে দেশটিতে মোট ৯০৩টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৬.৬ শতাংশ বেশি। দুর্ঘটনায় মৃতের সংখ্যা সামান্য কমলেও উদ্বেগের বিষয় হলো আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে গুরুতর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে, আর সামান্য আহত হয়েছেন ৩৬৮ জন। রাজধানী মানামায় সর্বোচ্চ ১৮৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। রিফা শহরে নিহত হয়েছেন ১০ জন। তবে হিদ ও হাওয়ার দ্বীপে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিশ্লেষকরা মনে করছেন, জনসংখ্যা বৃদ্ধি, দ্রুতগামী যানবাহন, ট্রাফিক নিয়ম অমান্য করা এবং ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহারসহ অসচেতন আচরণ সড়ক দুর্ঘটনা বাড়ার প্রধান কারণ। এদিকে ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপ গ্রহণ করছে, যার মধ্যে রয়েছে স্মার্ট ক্যামেরা, কঠোর জরিমানা এবং সচেতনতামূলক প্রচারণা, যা সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


কুয়েত

দৈনিক ৬ হাজার ভিজিট ভিসা দিচ্ছে কুয়েত

কুয়েতের ছয়টি গভর্নরেটের ইমিগ্রেশন অফিস প্রতিদিন প্রায় ৬ হাজার ভিজিট ভিসা অনুমোদন করছে। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত অনুমোদন পেয়েছে ২ লাখ ৩৫ হাজার আবেদনের ভিসা। আরব টাইমস এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, সরকারি তথ্য অনুযায়ী, ই-ভিসা প্ল্যাটফর্ম চালুর পর থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার আবেদন জমা পড়ছে এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে দেশের ছয়টি গভর্নরেটের ইমিগ্রেশন অফিস থেকে ভিসা ইস্যু করা হচ্ছে। ই-ভিসার মাধ্যমে পর্যটক, ব্যবসায়ী এবং প্রবাসীদের পরিবারের সদস্যরা দ্রুত ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারছেন, যা ভ্রমণ ও বসবাসের প্রক্রিয়াকে অনেক সহজ ও দ্রুত করেছে।

এই ভিসা প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের এককভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তাই বিভিন্ন দেশের মানুষ কুয়েত ই-ভিসা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আবেদন করছেন। তবে দূর সম্পর্কের আত্মীয়দের জন্য ভিসা ইস্যু হওয়া এবং মাসিক ইনকাম ২৫০ কুয়েতি দিনার বা তার কম থাকা প্রবাসীদের জন্য ভিসা অনুমোদন নিয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

কুয়েত সরকার জানিয়েছে, যারা ভিসা নিয়ম ভঙ্গ করে কাজ করার চেষ্টা করবে, তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তাই ভিসাপ্রাপ্তদের জন্য দেশের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। 


সংযুক্ত আরব আমিরাত 

আমিরাতে প্রাইভেট কর্মীদের নতুন শ্রম আইন কার্যকর 

সংযুক্ত আরব আমিরাতে প্রাইভেট সেক্টরের কর্মীদের জন্য নতুন শ্রম আইন কার্যকর হয়েছে, যাতে প্রতিদিন ৮ ঘণ্টা ও সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর্যন্ত কাজ করার সময় নির্ধারণ করা হয়েছে। তবে রমজান মাসে রোজাদারদের জন্য দৈনিক কাজের সময় ২ ঘণ্টা কমানো হবে। দ্য টাইমস অব ইন্ডিয়া এই খবর দিয়েছে। নতুন আইনে ওভারটাইমের জন্য অতিরিক্ত বেতন, সময়মতো বেতন পরিশোধ এবং কর্মীদের ছুটির অধিকার আরো স্পষ্ট করা হয়েছে। কর্মীরা মাতৃত্বকালীন ছুটি, প্যারেন্টাল ছুটি, অসুস্থতা, শোক ছুটিসহ অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া হজ ও শিক্ষা ছুটির সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, নতুন শ্রম আইন কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা বৃদ্ধি করবে এবং বিদেশি কর্মীদের অধিকারের নিশ্চয়তা দেবে।


সৌদি আরব 

প্রযুক্তির মাধ্যমে সম্মানহানি করলে হবে জেল-জরিমানা

সৌদি আরবে এখন থেকে প্রযুক্তি ব্যবহার করে কারো সম্মানহানি বা অবমাননাকর তথ্য প্রচার করলে গুরুতর সাইবার অপরাধ হিসেবে পেতে হবে জেল ও জরিমানার শাস্তি। সৌদি গেজেট এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, দেশটির পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে, ডিজিটাল প্রযুক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমে কারো সম্মানহানি কিংবা সুনাম ক্ষুণ্ন করার যে কোনো প্রচেষ্টায় জড়িত থাকার তথ্য প্রমাণিত হলে অপরাধীকে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা, এমনকি উভয় শাস্তি দেওয়া হতে পারে।

প্রসিকিউশন স্পষ্ট করেছে, শুধু সরাসরি অপমান বা গালাগাল নয়, বরং মিথ্যা তথ্য শেয়ার করা, বিভ্রান্তিকর পোস্ট দেওয়া, কারো সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করা, কিংবা অপমানজনক কোনো কনটেন্ট রি-টুইট বা ফরওয়ার্ড করলেও সেটি সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ এমনকি কেউ যদি অন্যের পোস্ট শেয়ার করেও মানহানিতে সহায়তা করেন, তাহলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক মাধ্যমের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তির অপব্যবহারও বাড়ছে। অনেক সময় ক্ষোভ, প্রতিশোধ বা মজার ছলে করা পোস্ট অন্যের জীবনে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সৌদি নাগরিকদের পাশাপাশি সব প্রবাসী বাংলাদেশিকে প্রযুক্তির ব্যবহারে দায়িত্বশীল হতে হবে এবং যে কোনো ধরনের মানহানিকর কনটেন্ট পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা।  




Logo