Logo
×

Follow Us

বাংলাদেশ

নভেম্বরে উদ্বোধন হচ্ছে প্রবাসীদের ভোটার নিবন্ধন অ্যাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:২৯

নভেম্বরে উদ্বোধন হচ্ছে প্রবাসীদের ভোটার নিবন্ধন অ্যাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নির্মাণ করেছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি অ্যাপ। এই অ্যাপটি অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এক ব্রিফিংয়ে তিনি বলেন, “প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অ্যাপটির উন্নয়নকাজ প্রায় শেষ। নির্ধারিত সময়ের আগেই উদ্বোধনের সম্ভাবনা রয়েছে, যদি টেকনিক্যাল কাজ দ্রুত শেষ হয়।”

আখতার আহমেদ বলেন, “নির্বাচনের আগে কতজন প্রবাসীকে নিবন্ধনের আওতায় আনা যাবে, সেটি একটি বড় চ্যালেঞ্জ। প্রতিটি দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় কারিগরি দল পাঠিয়ে সিস্টেম স্থাপন এবং দূতাবাস কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হয়।”

ভোটার নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক প্রবাসীকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। শিগগিরই কারিগরি দল পাঠানো হবে ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও জর্ডানে। এছাড়া বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স ও স্পেনের সম্মতি পাওয়া গেছে। ফলে মোট ১৯টি দেশে কার্যক্রম চালু হবে।

এদিকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বিষয়ে এক প্রশ্নে ইসি সচিব জানান, “আমরা যাচাই করেছি সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঠিকানা ও সাংগঠনিক কাঠামো রয়েছে কিনা। প্রাথমিক যাচাইয়ের পরও প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়ায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।”

নির্বাচন কমিশনের এই উদ্যোগ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ বাড়াবে বলে আশা করা হচ্ছে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Logo