হেনলি ইনডেক্সে ৬ ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৩৭

বিশ্বব্যাপী সারনিতে আরো পিছিয়ে গেছে বাংলাদেশের পাসপোর্ট। গত বছর বাংলাদেশের পাসপোর্টের রেংকিং ছিল ৯৪। ছয় ধাপ নেমে এ বছর হয়েছে ১০০। পাসপোর্টের মান নেমে যাওয়ায় বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া মাত্র ৩৪টি ডেস্টিনেশনে যাওয়া যাবে। বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ ভিসা পেতে এই র্যাঙ্কিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মান পড়ে গেলে ভিসা পাওয়া কঠিন হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক জরিপে বাংলাদেশের পাসপোর্টের এমন অবস্থান উঠে এসেছে। পাসপোর্টের বিশ্ব রেংকিং শেষের দিকে বাংলাদেশের পরে আছে কেবল সাতটি দেশ।
তালিকায় শক্তিশালী পাসপোর্টে শীর্ষে আছে সিঙ্গাপুর। তার পর পরই আছে দক্ষিণ কোরিয়া ও জাপান। শীর্ষ অবস্থানে থেকে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ১৯৩টি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন।
এদিকে, শীর্ষ দশ শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পাসপোর্টের এ বছরে অবস্থান ১২। যুক্তরাজ্যের পাসপোর্টের পজিশনও ৬ থেকে নেমে হয়েছে ৮।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে এবারো তলানিতে আফগানিস্তান। জরিপে দেশটির অবস্থান ১০৬।