অভিবাসন ব্যবস্থাপনা জোরদারে আইওএমের নতুন ম্যানুয়াল প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৫
বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা আরো কার্যকর ও মানবিক করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) একটি নতুন ম্যানুয়াল প্রকাশ করেছে। ১৪ অক্টোবর ঢাকায় আয়োজিত ‘বেটার মাইগ্রেশন গভর্ন্যান্স’ শীর্ষক এক ‘উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এই ম্যানুয়াল ও ‘বাংলাদেশ মাইগ্রেশন স্ন্যাপশট রিপোর্ট’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
এই ম্যানুয়ালটি মূলত নীতিনির্ধারক, বাস্তবায়নকারী সংস্থা এবং অভিবাসন সংশ্লিষ্ট অংশীজনদের জন্য একটি নির্দেশিকা, যাতে তারা অভিবাসন ব্যবস্থাপনায় সমন্বিত, তথ্যভিত্তিক এবং মানবাধিকারসম্মত পদক্ষেপ নিতে পারেন।
ম্যানুয়ালটি বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধানে তৈরি হয়েছে এবং এতে সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (IRCC) এবং ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিবাসন শুধু শ্রম বা অর্থনৈতিক বিষয় নয়, এটি একটি মানবিক ও সামাজিক প্রক্রিয়া। তাই অভিবাসন নীতিতে স্বচ্ছতা, নিরাপত্তা এবং অভিবাসীদের অধিকার নিশ্চিত করা জরুরি।
আইওএম জানিয়েছে, এই ম্যানুয়াল অভিবাসন সংক্রান্ত নীতিমালা, সেবা, তথ্য ব্যবস্থাপনা, সীমান্ত নিয়ন্ত্রণ, পুনর্বাসন ও পুনরায় অন্তর্ভুক্তির মতো বিষয়গুলোতে দিকনির্দেশনা দেবে। এতে অভিবাসন ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়বে এবং অভিবাসীদের জন্য সেবা সহজতর হবে।
বাংলাদেশে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। প্রতি বছর লক্ষাধিক শ্রমিক বিদেশে যান এবং রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখেন। এই বাস্তবতায় অভিবাসন ব্যবস্থাপনায় দক্ষতা ও মানবিকতা জরুরি।
আইওএমের এই উদ্যোগ সরকারের দীর্ঘমেয়াদি অভিবাসন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি অভিবাসন ব্যবস্থাকে আরো আধুনিক, তথ্যভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলবে বলে আশা করা হচ্ছে।
এই ম্যানুয়াল শুধু নীতিনির্ধারকদের জন্য নয়, বরং যারা মাঠপর্যায়ে অভিবাসন সেবা দেন, তাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হবে। এতে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও দক্ষতা বাড়বে, যা অভিবাসীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
logo-1-1740906910.png)