স্কলারশিপ আপডেট
কাতারের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৪:১৩
কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি কোনো আইইএলটিএস শর্ত ছাড়াই বিদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে। যেখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও।
এই স্কলারশিপে নির্বাচিতরা পাবেন পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ, মাসিক স্টাইপেন্ড এবং রিটার্ন এয়ার টিকিটসহ নানা সুযোগ-সুবিধা। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা মাসে প্রায় ৭ হাজার কাতারি রিয়াল এবং পিএইচডি শিক্ষার্থীরা ৯ হাজার রিয়াল পর্যন্ত ভাতা পাবেন। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে এবং শিক্ষক সহকারী হিসেবেও কাজ করার সুযোগ পাবেন।
ভালো একাডেমিক ফলাফলসহ স্নাতক পাস শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য বিজ্ঞান ও প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, পাবলিক পলিসি, আইন, ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান, স্বাস্থ্য ও লাইফ সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক ডিগ্রি ইংরেজি মাধ্যমে থাকলে কোনো আইইএলটিএস স্কোরের প্রয়োজন হবে না।
ইতিপূর্বে বাংলাদেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক বিষয় যেমন ডেটা সায়েন্স, ইসলামিক স্টাডিজ এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে পড়ার সুযোগ পেয়েছেন।
আবেদনের জন্য আলাদা কোনো ফি নেই; বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬। https://www.hbku.edu.qa/en
logo-1-1740906910.png)