Logo
×

Follow Us

বাংলাদেশ

সোনার দাম বাড়ছে কেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:০১

সোনার দাম বাড়ছে কেন?

বাংলাদেশে সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো ভরিপ্রতি ২ লাখ ৯ হাজার ১০০ টাকায় পৌঁছেছে। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ায় দেশীয় বাজারেও এই মূল্যবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই নতুন দাম নির্ধারণ করেছে। চলমান এই ঊর্ধ্বগতির পেছনে রয়েছে পাঁচটি প্রধান কারণ।

১. বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি: 

যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বজুড়ে সোনার চাহিদা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক সোনা কেনা এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে সোনার দিকে ঝুঁক এই মূল্যবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

২. নিরাপদ বিনিয়োগের আকর্ষণ: 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-গাজা সংঘাতসহ বৈশ্বিক অস্থিরতার সময় সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। মূল্য সংরক্ষণ ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে প্রতিরক্ষার মাধ্যম হিসেবে সোনার প্রতি আগ্রহ বেড়েছে।

৩. কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা সংগ্রহ: 

২০২২ সাল থেকে প্রতি বছর ১ হাজার টনের বেশি সোনা কিনছে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০১০-২০২১ পর্যন্ত এই পরিমাণ ছিল গড়ে ৪৮১ টন। পোল্যান্ড, তুরস্ক, ভারত, আজারবাইজান ও চীন এই তালিকায় শীর্ষে রয়েছে।

৪. টাকার অবমূল্যায়ন: 

বাংলাদেশে সোনা আমদানির পরিমাণ কম হলেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম ঘনিষ্ঠভাবে যুক্ত। টাকার মান কমে যাওয়ায় আমদানি খরচ বেড়েছে। ২০২১ অর্থবছর থেকে এখন পর্যন্ত টাকার মান ডলারের বিপরীতে ৪৩% কমেছে, যা সোনার দাম বাড়ার আরেকটি বড় কারণ।

৫. চাহিদা বেশি, সরবরাহ কম: 

বাংলাদেশে বছরে ২০-৪০ টন সোনার চাহিদা থাকলেও এর ৮০% আসে অনানুষ্ঠানিক পথে। ২০২৩-২৪ অর্থবছরে ৪৫.৬ টন সোনা দেশে প্রবেশ করলেও তা চাহিদা পূরণে যথেষ্ট নয়। বিশেষ করে বিয়ের মৌসুম ও উৎসবের সময় চাহিদা বেড়ে যায়। অভিযোগ রয়েছে, কিছু সোনা ভারতে পাচার হয়ে যাচ্ছে, যা বাজারে ঘাটতি তৈরি করছে।

এই পাঁচটি কারণ মিলিয়ে সোনার দাম বাড়ছে এবং তা ভবিষ্যতেও স্থিতিশীল থাকবে কিনা, তা নির্ভর করবে বৈশ্বিক অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনার ওপর। 

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

Logo