বাংলাদেশি নাগরিকদের জন্য বিভিন্ন দেশে ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের রেপুটেশনের প্রশ্নে ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে।”
৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, উন্নত দেশগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের যাওয়া, ভিসা পাওয়া এবং অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জার্মানির স্টুডেন্ট ভিসা প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর জার্মানি পাকিস্তান থেকে প্রায় ৯ হাজার শিক্ষার্থী নেয়। বাংলাদেশ থেকেও একই সংখ্যক শিক্ষার্থী নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতায় বাংলাদেশ লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি বিভিন্ন দেশে ভিসা না পাওয়ার অভিযোগ ব্যাপকভাবে সামনে এসেছে। বাংলাদেশি পর্যটক, শিক্ষার্থী ও কর্মজীবীরা ভিসা জটিলতায় পড়ছেন। এমনকি যেসব দেশে ‘অন-অ্যারাইভাল’ ভিসা চালু রয়েছে, সেসব দেশেও বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া এখন অনেক বেশি কঠিন। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যেও ভিসা জটিলতা বেড়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন, দেশের ভাবমূর্তি, অভিবাসন নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরো স্বচ্ছতা ও দক্ষতা প্রয়োজন। তিনি বলেন, “আমাদের ঘর গোছাতে হবে”—অর্থাৎ অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করতে হবে।
এই সংকটের সমাধানে সরকার কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে নাগরিকদেরও সচেতনতা, নিয়ম মেনে আবেদন এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: দৈনিক কালবেলা
logo-1-1740906910.png)