দেশে ফিরছেন বাহরাইনের জজ মিয়া। দেশে ফেরার আগে তাকে আর্থিক সহায়তা দিয়েছে চৌদ্দগ্রাম সোসাইটি, বাহরাইন।
সম্প্রতি ইউনিভার্সিটি অব বাহরাইনের কলেজ অব ল' অনুষদের শিক্ষার্থীরা তাকে বিদায় সংবর্ধনা দিলে তা আলোচনার জন্ম দেয়। পরিচ্ছন্নতা কর্মী হয়েও সততা ও নিষ্ঠায় তিনি স্থানীয় বাহরাইনিদের মন কেড়েছেন।
বাহরাইনে দীর্ঘদিন ধরে কর্মরত কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর গ্রামের সন্তান জজ মিয়া একজন পরিশ্রমী ও সৎ প্রবাসী হিসেবে সবার কাছে পরিচিত। তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের পর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
চৌদ্দগ্রাম সোসাইটির উদ্যোগে দেওয়া এই সহায়তায় উপস্থিত ছিলেন বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ, সোসাইটির সভাপতি মামুন আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক শাহাদাত ভূঁইয়া প্রমুখ। বাংলাদেশ দূতাবাস চৌদ্দগ্রাম সোসাইটির এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে।
বাহরাইন থেকে নাইমুর রহমান শান্ত
logo-1-1740906910.png)