ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৭ জনসহ মোট ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সাগর থেকে কাজ শেষে ফেরার পথে দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় প্রবাসী শিপন ও সজীব চৌধুরী জানান, নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। কাজ শেষে ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে আরেকটি বেপরোয়া গতির যানবাহনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয। দুর্ঘটনার পর মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতদের মধ্যে সাতজন সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের বাসিন্দা এবং একজন রাউজানের বাসিন্দা। তারা হলেন- আকবর আলী সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, শহিদুল্লাহর ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, জামাল উদ্দিনের ছেলে জুয়েল, রহমতপুরের রনি এবং রাউজানের আলাউদ্দিন।
স্থানীয় প্রবাসী কমিউনিটি ও দূতাবাসের কর্মকর্তারা দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
logo-1-1740906910.png)