হজ নিবন্ধনে সহায়তায় শনিবারও খোলা থাকবে নির্ধারিত ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪২
চলতি বছরের হজ নিবন্ধন ও অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজ করতে ১২ অক্টোবর শনিবারও নির্ধারিত কিছু ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজযাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তারা সময়মতো নিবন্ধন সম্পন্ন করতে পারেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ১২ অক্টোবর শনিবার নির্ধারিত ব্যাংকগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে হজ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া যাবে। হজ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব ব্যাংক হজ নিবন্ধনের অর্থ গ্রহণ করে, তাদের সংশ্লিষ্ট শাখাগুলোকে এই সময় খোলা রাখতে হবে। ব্যাংকগুলোকে পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হজ নিবন্ধনের সময়সীমা ঘনিয়ে আসায় অনেক হজযাত্রী সময়মতো অর্থ জমা দিতে পারছেন না। বিশেষ করে কর্মজীবী মানুষদের জন্য সপ্তাহের কর্মদিবসগুলোতে ব্যাংকে যাওয়া কঠিন হয়ে পড়ে। তাই শনিবার ব্যাংক খোলা রাখার মাধ্যমে তাদের জন্য একটি বাড়তি সুযোগ তৈরি করা হয়েছে।
হজ নিবন্ধনের জন্য নির্ধারিত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংকসহ আরো কয়েকটি বেসরকারি ও সরকারি ব্যাংক।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের হজে অংশ নিতে আগ্রহী যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে সুযোগ হারাতে পারেন। তাই সময়মতো অর্থ জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খোলা রাখার এই উদ্যোগ হজযাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এতে করে নিবন্ধন প্রক্রিয়া আরো সহজ ও সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ ধর্মীয় দায়িত্ব পালনে আগ্রহী নাগরিকদের জন্য একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে।
তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
logo-1-1740906910.png)