Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে টাকা পাঠানোর নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪১

বিদেশে টাকা পাঠানোর নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাঠানোর (আউটওয়ার্ড রেমিট্যান্স) ক্ষেত্রে সব পুরনো নির্দেশনা একত্র করে একটি পূর্ণাঙ্গ মাস্টার সার্কুলার জারি করেছে। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এই সার্কুলার আগামী এক বছর কার্যকর থাকবে।

এই সার্কুলারের মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর নিয়ম-কানুন সহজ ও স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। এতে ভ্রমণ, ব্যক্তিগত অর্থ স্থানান্তর, মুনাফা ও লভ্যাংশ পাঠানো, প্রতিষ্ঠানভিত্তিক রেমিট্যান্স, রপ্তানি দাবির অর্থ, বীমা ও পুনঃবীমা সংক্রান্ত রেমিট্যান্স, আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ এবং কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে লেনদেনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এই নির্দেশনায় আমদানি পরিশোধ এবং পরিবহন সেবার রেমিট্যান্স সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই মাস্টার সার্কুলার জারির উদ্দেশ্য হলো বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়ায় থাকা জটিলতা দূর করা এবং লেনদেনের কার্যকারিতা বাড়ানো। এতে করে ব্যাংক ও রেমিট্যান্স প্রেরকদের জন্য নিয়ম মানা সহজ হবে।

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তারা বলছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় প্রযুক্তিনির্ভর ও দক্ষ লেনদেন ব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়েছে। এই সার্কুলারে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের বিষয়টি অন্তর্ভুক্ত করায় তা আরো আধুনিক হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক রপ্তানি, আমদানি এবং ঋণ ও গ্যারান্টি সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করেছিল। এবার আউটওয়ার্ড রেমিট্যান্সে একই ধরনের উদ্যোগ নেওয়া হলো।

অনেক স্টেকহোল্ডার এখন বাংলাদেশ ব্যাংকের কাছে পরিবহন সেবা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) সংক্রান্ত মাস্টার সার্কুলার জারির দাবি জানাচ্ছেন। তাদের মতে, একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ নির্দেশনা থাকলে ব্যবসা পরিচালনা আরে সহজ হবে এবং স্বচ্ছতা বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে নেওয়া বৃহত্তর পরিকল্পনার অংশ। এতে করে দেশের অর্থনীতি আরো গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Logo