বাংলাদেশ থেকে তরুণরা মরিয়া হয়ে ছুটছেন ইতালির দিকে। সমুদ্র পথে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশিরা। কোনো বাঁধাই যেন ঠেকাতে পারছে না বাংলাদেশিদের। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এই খবর ছেপেছে।
খবরে বলা হয়েছে, চলতি বছরের ৯ মাসে ১৫ হাজার ৪৭৬ জন বাংলাদেশি বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে গেছেন ইতালিতে। চলতি বছর সমুদ্র পথে দেশটিতে যাওয়া মানুষের মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি। ২০২৪ সালের তুলনায় এ বছর বাংলাদেশির সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।
২০২৪ সালে সাগর পাড়ি দিয়ে ইতালি গিয়েছিলেন ৮ হাজার ৫২৬ জন বাংলাদেশি। এ বছর অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত তা বেড়ে হয়েছে ১৫ হাজার ৪৭৬ জনে৷
খবরে বলা হচ্ছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অভিবাসী আগমনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ আফ্রিকা মহাদেশের দেশগুলোর তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে বাংলাদেশ থেকে অভিবাসীদের আগমন ক্রমেই বাড়ছে৷ বাংলাদেশিদের পর সর্বাধিক সংখ্যক অভিবাসী এসেছে ইরিত্রিয়া ও মিসর থেকে৷
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বেশির ভাগ মানুষ ইতালিতে গেছেন মূলত মে মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে। যারা গেছেন, তারা মূলত একা এবং তাদের কোনো অভিভাবক ছিল না।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে প্রায়ই নৌকা ডুবিতে মৃত্যুর ঘটনা ঘটে। তাছাড়া ইউরোপে সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর থেকে কঠোরতর করা হলেও বাংলাদেশিদের আগমনের ক্ষেত্রে তার প্রভাব দেখা যাচ্ছে না।
logo-1-1740906910.png)