Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বর্ণের দাম আকাশছোঁয়া

কোথাও কি বাজছে যুদ্ধের দামামা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৯:২৫

কোথাও কি বাজছে যুদ্ধের দামামা?

দেশে কি, বিদেশেও লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। শীতে বিয়ের মৌসুম শুরু হতে না হতেই স্বর্ণের দাম যে গতিতে বাড়ছে, তা দুশ্চিন্তার কারণ বর-কনে বা তাদের পরিবারের। বাংলাদেশে জুয়েলারি ব্যবসায়ী সমিতি বাজুসের তথ্য মতে, ৬ অক্টোবর থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে দুই লাখ টাকা। 

দুবাইয়েও স্বর্ণের দামের রেকর্ড পর্ব চলছে। এ সপ্তাহে ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম প্রতি আউন্স ছুঁয়েছে ৩ হাজার ৯৪৯ ডলার।সপ্তাহ শেষের আগেই বর্তমান মূল্য তা থেকেও বেড়ে চলেছে।মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো জানাচ্ছে, স্বর্ণের দামে ঊর্ধ্বগতি রেকর্ড ছাড়াচ্ছে। এই প্রবণতা কেবল আমিরাতে নয়, গোটা মধ্যপ্রাচ্যে। ব্যাংকে ইন্টারেস্ট রেইট কমে যাওয়া, মুদ্রাস্ফীতি বাড়ার কারণে মানুষ আর্থিক লস থেকে বাঁচতে সোনালি ধাতু কেনার দিকে ঝুঁকে পড়েছেন। 

কেবল মুদ্রাস্ফীতি বা ইন্টারেস্ট রেইট কমা-বাড়া নয়, বিশ্ব রাজনীতির সাথে যোগ আছে সোনার দামের। আমেরিকায় চলমান শাটডাউন এই প্রবণতাকে আরো উস্কে দিচ্ছে। বিশ্বে গণমাধ্যমগুলো জানাচ্ছে, ভারত, চীনসহ অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো বেশি করে স্বর্ণ কিনে অভূতপূর্বভাবে মজুত বাড়াচ্ছে। 

মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে কেন্দ্র করে অস্থিরতা, ফ্রান্সে রাজনৈতিক সংকট, রাশিয়া-চীন-ভারতের নতুন বলয়, ভেনেজুয়েলা-আমেরিকা অস্থিরতার মধ্যে সোনার দাম বাড়া মানে বিশ্ব অর্থনীতিতে চলছে নজিরবিহীন অস্থিরতা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, স্বর্ণের দাম বাড়ার এটা মানে হলো কোথাও বাজছে যুদ্ধের দামামা, যা দৃশ্যমান হতে পারে অচিরেই।  

Logo