Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আরো সহজ হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৫

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আরো সহজ হবে

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি আরো সহজ ও বিস্তৃত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার নয়াদিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে আমাদের একটি বৃহৎ ভিসা কার্যক্রম রয়েছে। এটি বিশ্বের অন্যতম বড় ভিসা কার্যক্রমগুলোর মধ্যে পড়ে।” তিনি জানান, গত বছরের জুলাই-আগস্টে নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা ছিল, তবে বর্তমানে তা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে এবং ভবিষ্যতে আরো বাড়ানো হবে।

বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর হার বাড়ানোর বিষয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, “আমরা বাংলাদেশিদের জন্য ভিসা সংখ্যা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিসা পরিষেবা আরো সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে প্রয়োজনীয় জনবল পুনর্বিন্যাস করা হয়েছে।”

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশ-ইন প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেন, “পুশ-ইন একটি আইনি প্রক্রিয়া। এটি যথাযথ নিয়মে হওয়া উচিত।” তিনি এ বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় ও আইনি কাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। নিরাপত্তা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের কারণে সীমান্তে কিছু ঘটনা ঘটে। ভারতীয় সীমান্ত রক্ষীরা নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।”

বিক্রম মিশ্রির বক্তব্যে স্পষ্ট, ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো গভীর ও সহযোগিতামূলক করতে ভিসা নীতিতে ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। এতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ও পর্যটন আরো সহজ হবে।

তথ্যসূত্র: নিউজ টোয়েন্টিফোর

Logo