Logo
×

Follow Us

বাংলাদেশ

৫০ বছরের মধ্যে এই প্রথম কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি সই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২০:০২

৫০ বছরের মধ্যে এই প্রথম কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি সই

সাধারণ কর্মী নিয়োগে চুক্তি সই করল বাংলাদেশ-সৌদি আরব। চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আর সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে সই করেন।

এ চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ আরো বৃদ্ধি পাবে। কর্মী ও নিয়োগকর্তার অধিকার এবং স্বার্থ আরো বেশি সুরক্ষিত হবে বলে আশা করা যাচ্ছে।

বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি আরবে নিয়োগ চুক্তি যেন সঠিক হয়, ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তা পালন করেন, দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীরা যেন স্বল্পতম সময়ে এক্সিট ভিসা পায়; এসব বিষয় তুলে ধরেন।

সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং বাংলাদেশকেও নিরাপদ ও সুষ্ঠু অভিবাসন নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান। 

প্রবাসে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হলো। যদিও নিয়মিত প্রতি মাসেই সৌদিতে যাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী। আর দেশটিতেও আছেন কমপক্ষে ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি। 

Logo