Logo
×

Follow Us

বাংলাদেশ

স্কলারশিপ আপডেট

আইইএলটিএস স্কোর ছাড়াই হাঙ্গেরিতে করা যাবে স্কলারশিপের আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:৫২

আইইএলটিএস স্কোর ছাড়াই হাঙ্গেরিতে করা যাবে স্কলারশিপের আবেদন

ইউরোপের দেশ হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে কোনো প্রকার আইইএলটিএস স্কোরের শর্ত ছাড়াই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। 

এই স্কলারশিপ প্রোগ্রামে নির্বাচিত ব্যাচেলর কোর্সের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৪ হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি ছাড় পাবেন, মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের দেওয়া হবে মাসিক ৩০০ থেকে ১ হাজার ইউরো ভাতা, আর পিএইচডি কোর্সের শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ টিউশন ফি মওকুফ ও মাসিক ১ হাজার ৮৮০ ইউরো ভাতা।

বিভিন্ন কোর্সে ৫০টিরও বেশি বিষয়ে স্কলারশিপ দেওয়া হবে। এর মধ্যে কগনিটিভ সায়েন্স, ইকোনমিকস অ্যান্ড বিজনেস, ইন্টারন্যাশনাল রিলেশনস, লিগ্যাল স্টাডিজ, নেটওয়ার্ক অ্যান্ড ডেটা সায়েন্স, পাবলিক পলিসি ও সমাজবিজ্ঞান বিদেশি শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।

বাংলাদেশ থেকে আগের বছরগুলোতে সাংবাদিকতা, পাবলিক পলিসি, আন্তর্জাতিক সম্পর্ক ও ডেটা সায়েন্স বিষয়ে অনেক শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়েছেন। বিশেষত যারা একাডেমিকভাবে মেধাবী, সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত এবং যাদের নেতৃত্বের দক্ষতা রয়েছে, তাদের এই স্কলারশিপ প্রোগ্রামে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।

কোনো আইইএলটিএস স্কোর প্রয়োজন না হলেও যাদের পড়াশোনা ইংরেজিতে তাদের অবশ্যই ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে। এছাড়া আবেদনের জন্য প্রয়োজন সিভি, একাডেমিক সনদ, মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার এবং প্রয়োজনে জিম্যাট স্কোর। 

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। কোর্স অনুযায়ী তিনটি আলাদা রাউন্ডে করতে হবে আবেদন। প্রথম রাউন্ডে ব্যাচেলরস ও মাস্টার্স কোর্সে আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৫। দ্বিতীয় রাউন্ডে ব্যাচেলরস ও মাস্টার্সে আবেদনের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৬। আবার, তৃতীয় রাউন্ডে পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে ৪ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে। 

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করতে পারেন স্ক্রিনে দেখানো লিংকে, https://www.ceu.edu/

Logo