Logo
×

Follow Us

বাংলাদেশ

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২.৬৯ বিলিয়ন ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০২

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২.৬৯ বিলিয়ন ডলার

চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৬৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৭২ শতাংশ বেশি। ২০২৪ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২.৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে আগস্টে রেমিট্যান্স এসেছিল ২.৪২ বিলিয়ন ডলার। আর মার্চে রেমিট্যান্স প্রবাহ পৌঁছায় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, ৩.২৯ বিলিয়ন ডলার। মে মাসে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২.৯৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। প্রবাসীদের পাঠানো অর্থ ব্যাংকিং চ্যানেলে আসায় ডলারের সরবরাহ বেড়েছে, যা রপ্তানি আয় বৃদ্ধির সঙ্গে মিলিয়ে রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৬২ বিলিয়ন ডলার। ২৪ সেপ্টেম্বর এই রিজার্ভ ছিল ২৬.৩৯ বিলিয়ন ডলার।

তিনি বলেন, “রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনায় রিজার্ভ বাড়ছে।” ব্যাংকগুলো অতিরিক্ত ডলার অন্য ব্যাংকের কাছে বিক্রি করার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছেও বিক্রি করছে, যা সরাসরি রিজার্ভে যোগ হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ ও রিজার্ভ বৃদ্ধির এই ধারা অর্থনীতির জন্য স্বস্তিদায়ক। এটি আমদানি ব্যয় মেটাতে সহায়ক হবে এবং টাকার মান স্থিতিশীল রাখতে সাহায্য করবে। পাশাপাশি, বৈদেশিক ঋণ পরিশোধ ও আন্তর্জাতিক বাণিজ্যে আস্থার জায়গা তৈরি করবে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Logo