Logo
×

Follow Us

বাংলাদেশ

ওমরাহযাত্রীদের মানতে হবে ১০ নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:২২

ওমরাহযাত্রীদের মানতে হবে ১০ নিয়ম

লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের জন্য ওমরাহ পালন এক স্বপ্নের যাত্রা। এ যাত্রা সুচারুভাবে করতে সাম্প্রতিক সময়ে ওমরাহর নানা নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে সৌদি আরব। এসব নিয়ম ওমরাহ করতে যেতে চাওয়া হাজিদের কঠোরভাবে মানতে হবে। খালিজ টাইমস এ নিয়ে এক প্রতিবেদনে ১০টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা উল্লেখ করেছে। সেগুলো হলো: 

১. ভিসা আবেদনের সময়ই হোটেল বুকিং করতে হবে

হাজিরা আর হোটেল বুকিং পরে রেখে যেতে পারবেন না। ওমরাহ ভিসার জন্য আবেদন করার সময় তাদের হয় মাসার সিস্টেমের মাধ্যমে (নুসুক অ্যাপের সাথে লিংক করা) একটি অনুমোদিত হোটেল বেছে নিতে হবে অথবা নিশ্চিত করতে হবে যে, তারা সৌদি আরবে আত্মীয়দের সাথে থাকবেন।

২. আত্মীয়দের সাথে থাকার জন্য সৌদি পরিচয়পত্রের বিবরণ প্রয়োজন

যারা পরিবার বা বন্ধুদের সাথে থাকার পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই হোস্টের ইউনিফায়েড সৌদি পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে, যা সরাসরি ওমরাহ ভিসার সাথে সংযুক্ত থাকবে। যদি ভ্রমণপথ পরিবর্তন বা স্থগিত করা হয়, তাহলে বসবাসের প্রমাণ হিসেবে সিস্টেমে একই পরিচয়পত্র আপডেট করতে হবে।

৩. ওমরাহর জন্য কোনো পর্যটন ভিসা নেই

ভ্রমণকারীরা আর পর্যটন ভিসা ব্যবহার করে ওমরাহ করতে পারবেন না। অপারেটররা সতর্ক করে দিচ্ছেন, যারা এটি করার চেষ্টা করবেন, তাদের থামানো হতে পারে। এমনকি মদিনার রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে দেওয়া নাও হতে পারে। 

৪. বাধ্যতামূলক ওমরাহ ভিসা

সকল তীর্থযাত্রীর নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি নির্দিষ্ট ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে, হয় ই-ভিসা হিসেবে অথবা অনুমোদিত অপারেটরদের মাধ্যমে প্যাকেজ বুকিং করে।

৫. ভ্রমণপথের কঠোর নিয়ম

ভিসার জন্য আবেদন করার সময়, ভ্রমণপথটি আপলোড করতে হবে এবং এটি পরিবর্তন বা স্থগিত করা যাবে না। অতিরিক্ত সময় অবস্থানের ফলে জরিমানা হতে পারে।

৬. কিছু দেশের নাগরিকরা পাবেন অন-অ্যারাইভাল ভিসা

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা সেনজেন দেশগুলোর ভিসাধারী ভ্রমণকারীরা বা সেই অঞ্চলের বাসিন্দারা অন-অ্যারাইভাল ভিসা পেতে পারেন।

৭. বিমানবন্দরে বুকিং চেক

আগমনের পর কর্মকর্তারা নুসুক বা মাসারে হোটেল এবং পরিবহন বুকিং যাচাই করেন। বুকিং অনুপস্থিত থাকলে জরিমানা হতে পারে অথবা পরবর্তী ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

৮. অনুমোদিত ট্যাক্সি এবং পরিবহন শুধু

তীর্থযাত্রীদের নুসুক অ্যাপের মাধ্যমে ব্যবস্থা করা নিবন্ধিত ট্যাক্সি বা ট্রেন ব্যবহার করতে হবে অথবা আগে থেকে পরিবহন বুক করতে হবে।

৯. ট্রেনের নিয়ম এবং সময়

হারামাইন এক্সপ্রেস ট্রেনটি একটি প্রধান পরিবহন বিকল্প, তবে এটি কেবল রাত ৯টা পর্যন্ত চলে। ফলে আপনাকে এই সময়ের মধ্যেই চলাচল করতে হবে। বিকল্প পথে চলতে আগেই বিকল্প অনুমোদিত পরিবহনের জন্য আগে থেকে বুকিং করতে হবে। 

১০. নিয়ম ভাঙলে জরিমানা

নিয়ম ভঙ্গের জন্য কর্তৃপক্ষ তীর্থযাত্রী এবং এজেন্ট উভয়ের উপরই বড় অঙ্কের জরিমানা আরোপ করে। যার শুরুটা হতে পারে ৭৫০ দিরহাম থেকে।  

তাই এবার থেকে সৌদি আরবে নিয়ম মেনে ওমরাহ করতে হবে। নিয়ম ভাঙলে জরিমানা এমন নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন হাজিরা।

Logo