
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে বসে ভোট দেওয়া সম্ভব হবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘আউট অব কান্ট্রি ভোটিং’ প্রকল্পের অধীনে এই অ্যাপটি তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট তথ্য এবং প্রবাসের ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন সফল হলে ভোটারের তথ্য এনআইডি ডেটাবেজের সঙ্গে মিলিয়ে তার সংসদীয় আসন শনাক্ত করা হবে। এরপর ভোটারকে প্রবাসে যে ঠিকানায় ব্যালট পেপার পেতে চান, সেটি দিতে হবে।
ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হলে ডাক বিভাগ তিনটি খামের একটি প্যাকেট পাঠাবে। প্রথম খামে থাকবে ব্যালট পেপার ও নির্দেশনা। ভোটার প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিয়ে ব্যালট পেপার নির্ধারিত খামে ভরে দ্বিতীয় খামের মধ্যে রাখবেন এবং সেটি স্থানীয় ডাকঘরে জমা দেবেন। ডাক বিভাগ সেই খামটি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় পৌঁছে দেবে।
পুরো প্রক্রিয়াটি প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয়। ভোটারের আসন, রিটার্নিং অফিসারের ঠিকানা, প্রিন্টেড খাম; সবকিছু এনআইডি ডেটা পুলের মাধ্যমে নির্ধারিত হবে। ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ থাকবে না। নির্বাচনের আগেই ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে সংরক্ষণ করা হবে এবং ভোট গণনার সময় ডাকযোগে প্রাপ্ত ভোটগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এবার ভোট দিতে পারবেন। এটি আমাদের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ।” তিনি প্রবাসীদের রেজিস্ট্রেশন করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর