Logo
×

Follow Us

বাংলাদেশ

রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:২৭

রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা

রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। এই অর্থ মানবিক সহায়তা, আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন।” তিনি রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব তুলে ধরেন।

অধ্যাপক ইউনূস আরো বলেন, “রোহিঙ্গাদের জন্য অর্থায়ন ক্রমেই কমে আসছে। এখন সময় এসেছে সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে এগিয়ে যাওয়ার। প্রত্যাবাসনই একমাত্র শান্তিপূর্ণ পথ।”

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে তাদের অবস্থান। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট আরো গভীর হচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন সহায়তা রোহিঙ্গা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: বাসস

Logo