সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:২৬


সাতক্ষীরায় অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি বন্ধ হয়ে গেছে। শহরের ইটাগাছা এলাকার সংগ্রাম প্লাজায় অবস্থিত এই সেন্টারটি ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে চালু ছিল।
ভবনটির মালিককে ঘর ছাড়ার বিষয়ে লিখিতভাবে জানানো হয় গত ২৮ আগস্ট। বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসারের সই করা চিঠিতে বলা হয়, ১ অক্টোবরের মধ্যে ভবনটি খালি করা হবে।
ভবনটির ম্যানেজার লক্ষ্মীনাথ গাইন জানান, এক মাস আগে কর্তৃপক্ষ ঘর ছাড়ার জন্য একটি পত্র দেয়। তারা জানায়, সাতক্ষীরায় আর ভিসা অফিস পরিচালনা করবে না। ভাড়া নিয়ে সেন্টারটি পরিচালিত হচ্ছিল।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেন্টারটি আরো দুই মাস চালু ছিল। এরপর থেকে এটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
সেন্টারটি বন্ধ হওয়ায় সাতক্ষীরার বাসিন্দাদের জন্য ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরো দূরবর্তী শহরে গিয়ে সম্পন্ন করতে হবে। এতে সাধারণ মানুষের সময়, খরচ এবং ভোগান্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ