উচ্চশিক্ষার খবর
যুক্তরাষ্ট্রে বিদেশি ছাত্রদের ভিসার হার চার বছরের মধ্যে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮

যুক্তরাষ্ট্রে বিদেশি ছাত্রদের ভিসার হার সম্প্রতি চার বছরের মধ্যে সবচেয়ে কম পর্যায়ে নেমে এসেছে। এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে মাত্র ৩ লাখ ১৩ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৯% কম। বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত মোট ভিসা অনুমোদনও প্রায় ১২% কম হয়েছে বলে লক্ষ্য করা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভিসার হার কমে যাওয়ায় বিশেষভাবে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। ভারতের শিক্ষার্থীদের ভিসা হার ৪৫% কমেছে, চীনের ১২% এবং আফ্রিকার ৩৩% কমেছে।
আর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া না গেলেও সামগ্রিক ভিসা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার হারও কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের “আমেরিকা ফার্স্ট” নীতি, ভিসা সাক্ষাৎকার স্থগিতকরণ, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই এবং প্রশাসনিক জটিলতা ভিসার হার কমিয়ে দেওয়ার মূল কারণ।
বিদেশি শিক্ষার্থীরা ভিসা কম পাওয়ায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বৈচিত্র্য ও একাডেমিক কার্যক্রম প্রভাবিত হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অর্থনৈতিক এবং গবেষণামূলক অবদান কমে যাওয়ায় দেশটির উচ্চশিক্ষার বৈশ্বিক অবস্থানও ঝুঁকিতে পড়তে পারে।