ভারতের ভিসা জটিলতার সমাধান শিগগিরই: প্রণয় ভার্মা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, ভারতের ভিসা জটিলতার সমাধান খুব শিগগিরই হবে। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা দেওয়া হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। পরিবেশ পরিস্থিতির উন্নতি হলে অন্যান্য ভিসাপ্রক্রিয়াও পুনরায় চালু হবে।
২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি দুর্গাপূজাকে ভারত ও বাংলাদেশের জন্য একটি “মহোৎসব” হিসেবে উল্লেখ করে বলেন, “আমি সপ্তমী পূজা উদযাপন করতে এসেছি, এটি আমাদের জন্য একটি দুর্দান্ত উপলক্ষ।”
এ সময় উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং, বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এবং থানার ইনচার্জ মুহাম্মদ আরিফুল ইসলাম।
অন্যদিকে, ঢাকায় অনুষ্ঠিত ‘স্টার্টআপ কানেক্ট’ অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “স্টার্টআপগুলো শুধু কর্মসংস্থান সৃষ্টি করে না, বরং নতুন ধারণা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।” তিনি উদ্ভাবনী নেতৃত্বের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে ৩০ জনেরও বেশি বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নেন। ভারতীয় হাইকমিশন জানায়, এই আয়োজন দুই দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের অগ্রগতিকে তুলে ধরেছে এবং সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্টার্টআপ খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা। টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন. করিম বাংলাদেশের স্টার্টআপ খাতের দ্রুত প্রবৃদ্ধি ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এই দুই আয়োজনে হাইকমিশনারের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বাংলাদেশ-ভারতের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং উদ্ভাবন, সংস্কৃতি ও মানুষের সংযোগের ভিত্তিতে আরো গভীর ও বহুমাত্রিক হয়ে উঠছে।
তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ