বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনের সাইডলাইনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো “ব্র্যান্ডিং বাংলাদেশ: শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি” শীর্ষক সেমিনার। সেন্টার ফর এনআরবির আয়োজনে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)-এর চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে অর্ধশতাধিক আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছি। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অথচ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। ভোটাধিকার ও প্রার্থিতার বিষয়ে অস্পষ্টতা দূর করতে সরকারের পদক্ষেপ জরুরি।”
বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশে বাংলাদেশের দূতের মতো কাজ করছেন। রেমিট্যান্সের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে। তারা প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন বা আগাম ভোটের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ব্যক্তি ও দল উভয়েরই দায়িত্ব রয়েছে দেশকে বিশ্বদরবারে তুলে ধরার।”
সভায় বক্তারা আমেরিকায় বাংলাদেশি ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়ানো, বিমান সেবা চালু এবং সিলেটের সড়কপথ উন্নয়নের দাবি জানান। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনকে স্থায়ী ও টেকসই গণতন্ত্রের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সেকিল চৌধুরী বলেন, “প্রবাসীদের অংশগ্রহণ ছাড়া জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন অসম্ভব। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তাদের উচিত সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআরবি সেন্টার আমেরিকার সাপোর্ট গ্রুপের সদস্য সানওয়ার চৌধুরী। অন্য বক্তাদের মধ্যে ছিলেন মাফ মিসবাহ উদ্দিন, অধ্যাপক শওকত আলী, মহসিন পাটওয়ারী, কারাম চৌধুরী, লিটন আহমদ, সাবুল উদ্দিন, ওয়াসেক চৌধুরী, ফখরুল ইসলাম দেলওয়ার, ময়নুল হক চৌধুরী হেলাল, রোকন হাকিম, জসির উদ্দিন, হাসান আলী, ইমাম শামসী আলী ও ইমাম কারী কাইয়ুম।
তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন