স্কলারশিপ আপডেট
ফুল ফান্ডেড ইয়েনচিং একাডেমি স্কলারশিপ ২০২৬

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ইয়েনচিং একাডেমি ২০২৬ সালের জন্য ফুল ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
আবেদনকারীর বয়স ২৯ বছরের নিচে হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি-ব্যবস্থাপনা, আইন-সমাজ, দর্শন ও ধর্ম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব, সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক- এই ছয়টি বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবে এই স্কলারশিপের আওতায়। যাদের একাডেমিক ফলাফল ভালো এবং ইংরেজি ভাষার দক্ষতা রয়েছে, সেই সাথে আছে নেতৃত্বের গুণাবলি, সামাজিক কর্মকাণ্ড বা এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস এবং ভলান্টিয়ার সংক্রান্ত কাজের অভিজ্ঞতা, তারা এই স্কলারশিপ প্রোগ্রামে মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন।
এই প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা ফুল ফ্রি টিউশন ফি, মাসিক স্টাইপেন, বিনামূল্যে আবাসন, একবারের রিটার্ন এয়ার টিকিট এবং গবেষণা ও ফিল্ড স্টাডির জন্য অর্থ সহায়তা পাওয়া যায় এই স্কলারশিপে।
আবেদনের জন্য অনলাইনে ফরম পূরণ করে জীবনবৃত্তান্ত, ব্যক্তিগত বিবৃতি, গবেষণার আগ্রহপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ এবং দুটি সুপারিশপত্র জমা দিতে হবে। প্রতি বছর প্রায় ১২০ জন শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়, যাদের বেশির ভাগই আন্তর্জাতিক শিক্ষার্থী। ইয়েনচিং একাডেমি স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৫।
আবেদনের লিংক - https://yenchingacademy.pku.edu.cn/ADMISSIONS.htm