Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদিতে তৈরি পোশাক রপ্তানির সুযোগ আছে, সেমিনারে বক্তাদের অভিমত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪

সৌদিতে তৈরি পোশাক রপ্তানির সুযোগ আছে, সেমিনারে বক্তাদের অভিমত

সৌদি আরবের বিশাল ও ক্রমবর্ধমান পোশাক বাজারে বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে জেদ্দায় অনুষ্ঠিত হলো এক সেমিনার। গত ২৬ সেপ্টেম্বর ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এর দ্বিতীয় দিনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।

জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল- "The Apparels Sector in KSA: Navigating Challenges & Unlocking Prospects" (সৌদি আরবে পোশাক খাত: চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা উন্মোচন)। সেমিনারটি দেশীয় পোশাক শিল্প উদ্যোক্তা ও সৌদি বায়ারদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে এক নতুন সেতুবন্ধন তৈরি করেছে।

বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রাজান ওহাবি এবং জামিল আল-হারিথি। এছাড়া সৌদি-বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম এবং সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস ফোরামের সভাপতি আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে তাদের মতামত তুলে ধরেন।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB) প্রতিনিধি, জেদ্দায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সৌদি আরবের আমদানিকারক ও বায়ার এবং বাংলাদেশ থেকে আগত ১২টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। বক্তারা সৌদি আরবের পোশাক খাতের বর্তমান অবস্থা, বাজারের প্রবেশাধিকারের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জন্য বিদ্যমান সম্ভাবনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা উল্লেখ করেন, বর্তমানে সৌদি আরবের স্থানীয় উদ্যোক্তারা নির্ভরযোগ্য ও মানসম্পন্ন সরবরাহকারী খুঁজছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে এই বিশাল বাজারে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য বাংলাদেশের সামনে এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।

আলোচনায় সৌদি বাজারের প্রবেশাধিকারের প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়। বিশেষ করে শুল্ক-মুক্ত সুবিধা (GSP) নিয়ে আলোচনা এবং পণ্যের বৈচিত্র্য আনয়ন; যেমন উচ্চ মূল্যের (High-end) ফ্যাশন ও টেক্সটাইল পণ্য সরবরাহের গুরুত্বের উপর জোর দেওয়া হয়।

প্রধান অতিথি যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা বলেন, এই ধরনের আয়োজন শুধু বাণিজ্য প্রসারে নয়, বরং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণেও সহায়ক হবে। তিনি সৌদি বায়ারদের বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুবিধা গ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানান।

সেমিনারে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন সানড্রাই উইয়ার্স লিমিটেডের চেয়ারম্যান শাহ হাসান বাবর, বাদন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এবং ইনফিনিটি আউটফিট লিমিটেডের চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ফয়সাল ইকবাল। এছাড়া অন্য অংশগ্রহণকারীরা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, ডিজাইন, উপযোগিতা এবং সময়মতো সরবরাহের সক্ষমতা তুলে ধরেন, যা সৌদি বায়ারদের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করে। 

সেমিনার শেষে বায়ার ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়, যা তাৎক্ষণিক ব্যবসায়িক আলোচনার পথ প্রশস্ত করে। আয়োজকরা মনে করছেন, এই সফল সেমিনার সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে আরো দৃঢ় ও সুদূরপ্রসারী করবে।

সৌদি আরব থেকে আবুল বশির

Logo