বিদেশে থাকা বাংলাদেশিদের হজে যেতে হবে বাংলাদেশ থেকেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হজ ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে কোনো প্রবাসী বাংলাদেশি সরাসরি বিদেশ থেকে সৌদি আরবে গিয়ে হজ পালন করতে পারবেন না। তাদের অবশ্যই বাংলাদেশ থেকে হজে যেতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু হজ এজেন্সি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিবন্ধন করে সরাসরি সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছিল। এই পদ্ধতি হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা সৃষ্টি করছে। তাই এই অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশি নাগরিকদের হজ ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয়। বিদেশ থেকে সরাসরি হজে যাওয়ার ফলে সেই কাঠামো ভেঙে পড়ে এবং প্রশাসনিক ও নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি হয়। এছাড়া হজযাত্রীদের সেবা ও তত্ত্বাবধানেও সমস্যা দেখা দেয়।
এই নির্দেশনার ফলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিদের হজে যেতে হলে বাংলাদেশে এসে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন করতে হবে এবং এখান থেকেই সৌদি আরবে রওনা দিতে হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, শৃঙ্খলা এবং সুষ্ঠু সমন্বয় বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এই নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ হজ ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল ও নিরাপদ করবে। তবে প্রবাসীদের জন্য এটি কিছুটা অসুবিধাজনক হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছেন এবং বাংলাদেশে ফিরে আসা তাদের জন্য কঠিন।
ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোকেও সতর্ক করেছে, তারা যেন কোনোভাবেই বিদেশে থাকা বাংলাদেশিদের সরাসরি সৌদি আরবে পাঠানোর চেষ্টা না করে। হজ ব্যবস্থাপনায় সরকারের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে হজ ব্যবস্থাপনায় আরো কঠোর নজরদারি চালানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তথ্যসূত্র: বাসস