Logo
×

Follow Us

বাংলাদেশ

নভেম্বরে প্রবাসীদের জন্য ভোট অ্যাপ উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২

নভেম্বরে প্রবাসীদের জন্য ভোট অ্যাপ উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বরের তৃতীয় সপ্তাহে অ্যাপটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ২৪ সেপ্টেম্বর আগারগাঁও নির্বাচন ভবন থেকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও লন্ডন প্রবাসীদের সঙ্গে অনলাইন মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। নিবন্ধনের জন্য সাধারণভাবে ১০ দিন সময় দেওয়া হবে। তবে যারা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন না, তাদের জন্য অতিরিক্ত তিন থেকে সাত দিন সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, প্রবাসীরা দেশের ভোটারদের চেয়ে অন্তত দুই সপ্তাহ আগে ভোট দেবেন। তবে ভোটের গোপনীয়তা রক্ষা করতে হবে এবং ভোট কাকে দেওয়া হয়েছে তা প্রকাশ না করার অঙ্গীকার করতে হবে। ভোটারদের কাছ থেকে একটি আন্ডারটেকিং নেওয়া হবে, যাতে তারা গোপনীয়তা বজায় রাখেন এবং কোনো প্রভাবের মধ্যে না পড়েন।

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি গোপনীয়তা রক্ষা, অন্যটি আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হলে বিদেশ থেকে পাঠানো ভোট বাতিল হওয়ার ঝুঁকি। এছাড়া ডাকযোগে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার প্রায় ২৪ শতাংশ বলেও জানান তিনি।

এই সমস্যা মোকাবিলায় ইসি একটি হাইব্রিড সলিউশন চালু করতে যাচ্ছে। আগ্রহী ভোটাররা অনলাইনে রেজিস্ট্রেশন করলে তাদের কাছে প্রতীক-সংবলিত ব্যালট আগেই পাঠানো হবে। সেই ব্যালটে থাকবে ভোট দেওয়ার নির্দেশনা ও একটি ডিক্লারেশন। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর ভোটাররা অ্যাপ বা ওয়েবসাইটে দেখে ভোট দেবেন এবং ইসির পাঠানো খামে তা ফেরত পাঠাবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাপ উদ্বোধনের পর সোশ্যাল মিডিয়া ও জাতীয় গণমাধ্যমে প্রচারণা চালিয়ে প্রবাসীদের রেজিস্ট্রেশন ও ভোট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Logo