শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর তারিখ চূড়ান্ত নয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ২৫ সেপ্টেম্বর সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “টার্মিনাল পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে। চুক্তি সম্পন্ন হওয়ার পর অপারেটরকে প্রস্তুতির জন্য কয়েক মাস সময় দিতে হবে।" ফলে চালুর নির্দিষ্ট সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ব্যবস্থাপনা চুক্তির বিষয়ে আলোচনা চলছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি।
তৃতীয় টার্মিনালটিকে একটি যুগান্তকারী অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি শাহজালাল বিমানবন্দরকে একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্রে রূপান্তরিত করবে। জাপানের সহায়তায় ২১ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি বছরে দুই কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে।
নতুন টার্মিনালে রয়েছে আধুনিক বোর্ডিং ব্রিজ, স্বয়ংক্রিয় ব্যাগেজ হ্যান্ডলিং ব্যবস্থা এবং যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা। ভৌত নির্মাণকাজ প্রায় সম্পন্ন হলেও বিশ্বমানের সেবা, ডিজিটাল অপারেশন এবং নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ অপারেটরের প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আশাবাদী, অপারেশনাল চুক্তি সম্পন্ন হলে নতুন টার্মিনালটি যাত্রীদের ভোগান্তি কমাবে, আন্তর্জাতিক যোগাযোগ বাড়াবে এবং দেশের বিমান চলাচল খাতে একটি নতুন যুগের সূচনা করবে।
বিশ্লেষকদের মতে, এই টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমান পরিবহন খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে এবং পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
তথ্যসূত্র: বাসস
logo-1-1740906910.png)