Logo
×

Follow Us

বাংলাদেশ

বাড়ছে ভিসা জটিলতা, বিদেশযাত্রায় বাংলাদেশিদের ভোগান্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২

বাড়ছে ভিসা জটিলতা, বিদেশযাত্রায় বাংলাদেশিদের ভোগান্তি

বিদেশে ভ্রমণ, শিক্ষা কিংবা কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিসা পেতে বাংলাদেশিদের জন্য দিন দিন জটিলতা বাড়ছে। একাধিকবার আবেদন করেও ভিসা না পাওয়ার হতাশা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নারায়ণগঞ্জের নাদির হোসেন তাজিকিস্তানের ই-ভিসার জন্য দুইবার আবেদন করেও ব্যর্থ হয়েছেন। একসময় সহজে পাওয়া যেত এমন ভিসাও এখন প্রত্যাখ্যাত হচ্ছে।

গত দুই-আড়াই বছর ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ট্রাভেল এজেন্সিগুলোর মতে, ভিসা রেশিও কমে যাওয়ার পেছনে রয়েছে ভুয়া কাগজপত্র, অতিরিক্ত অবস্থান এবং তৃতীয় দেশে গমন।

সিগনেচার ওভারসিজের ম্যানেজার পরশ আহমেদ জানান, অনেক দেশ এখন ভিসা ইস্যুতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। কর্মী ভিসার ক্ষেত্রেও জটিলতা বেড়েছে। মালয়েশিয়া, আমিরাত, বাহরাইন, ইতালি, ওমানসহ একাধিক দেশে শ্রমবাজার বন্ধ বা সীমিত রয়েছে।

ভারতের ভিসা বন্ধ থাকায় ইউরোপের অনেক দেশের দূতাবাসে আবেদন করাও কঠিন হয়ে পড়েছে। কারণ, বাংলাদেশে এসব দেশের দূতাবাস না থাকায় সাধারণত দিল্লি থেকেই ভিসা ইস্যু হয়। ফলে ইউরোপগামী যাত্রীরা বাধাগ্রস্ত হচ্ছেন।

ভিসা সেন্টার স্থানান্তর নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের প্রস্তাব দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। কিছু দেশ যেমন বুলগেরিয়া তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে সরিয়েছে, কিন্তু বাংলাদেশিদের জন্য সেই দেশগুলোতে ভিসা সুবিধা বন্ধ রয়েছে।

কর্মী ভিসার ক্ষেত্রেও সংকট প্রকট। আমিরাতে রাজনৈতিক কারণে ভিসা বন্ধ, বাহরাইনে হত্যাকাণ্ডের জেরে শ্রমবাজার স্থগিত, মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে ভিসা বন্ধ এবং ইতালিতে জাল নথির কারণে ওয়ার্ক পারমিট স্থগিত রয়েছে। ওমান কিছু পেশাজীবীদের জন্য ভিসা শিথিল করলেও সাধারণ কর্মীদের জন্য নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

ফেসবুকে ভিসা প্রত্যাখ্যান নিয়ে হতাশা প্রকাশ করছেন অনেকেই। কেউ বলছেন, “ভিসা না পাওয়ার মূল কারণ আমরা নিজেরাই।” কেউ আবার জানান, “১০-২০ বার রিজেকশন হলেও থেমে যাই না।”

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, জাল নথি, এবং ভিসার অপব্যবহারই এই সংকটের মূল কারণ। ভিসা জটিলতা নিরসনে প্রয়োজন আন্তর্জাতিক আস্থার পুনর্গঠন ও নীতিগত সংস্কার।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo