Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশে দেশে ভিসা সমস্যায় বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬

দেশে দেশে ভিসা সমস্যায় বাংলাদেশিরা

বিদেশে পড়াশোনা, চিকিৎসা কিংবা ভ্রমণের উদ্দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে নানা জটিলতা দেখা দিয়েছে। সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সত্ত্বেও ভিসা না পাওয়ায় শিক্ষার্থী তারিন সুলতানা ক্লাস শুরুর আগেই ভর্তি বাতিল করতে বাধ্য হয়েছেন। আট লাখ টাকার টিউশন ফি ফেরত পাবেন কিনা, তা নিয়েও তিনি দুশ্চিন্তায়।

থাইল্যান্ডে পর্যটক ভিসার জন্য এক মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন মোহাম্মদ রাহী, আর ভারতে চিকিৎসার জন্য যেতে চাওয়া হান্নান শেখও রয়েছেন অনিশ্চয়তায়। শুধু পর্যটন বা শিক্ষা নয়, কর্মী হিসেবে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও ভিসা পাওয়া এখন কঠিন হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে বিদেশে থেকে যাওয়া, জাল ডকুমেন্টেশন এবং কিছু দেশের অভ্যন্তরীণ নীতির পরিবর্তনের কারণে বাংলাদেশিদের ভিসা রিজেকশনের হার বেড়েছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, ভিসা দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট দেশের হলেও কূটনৈতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ পরিস্থিতি এতে প্রভাব ফেলে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তারা ভিসা সমস্যা সমাধানে কাজ করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামসহ অনেক দেশেই ভিসা পাওয়ার হার কমেছে। বিশেষ করে যেসব দেশে দূতাবাস নেই, সেখানে আবেদন করতে অন্য দেশে যেতে হয়, যা আরো জটিলতা তৈরি করছে।

শিক্ষা ভিসার ক্ষেত্রেও সংকট প্রকট:

একসময় যুক্তরাষ্ট্রে শতকরা ৩০ শতাংশ আবেদনকারী ভিসা পেতেন, এখন তা নেমে এসেছে ৫ শতাংশে। ইউরোপের কিছু দেশে ভিসা প্রক্রিয়া দীর্ঘ, আবার মাল্টা ও স্লোভেনিয়ার মতো দেশে অতীতে শিক্ষার্থীরা গিয়ে অন্য দেশে চলে যাওয়ায় নতুন শর্ত আরোপ করা হয়েছে।

পর্যটন ভিসার ক্ষেত্রেও সমস্যা বাড়ছে:

অনেকে ভিসা নিয়ে গিয়ে ফেরত না আসায় মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ দেশগুলো ভিসা প্রক্রিয়া কঠোর করেছে। এমনকি অন অ্যারাইভাল ভিসাও বাতিল হয়েছে। চীন কিছুটা শিথিলতা আনলেও ফিডব্যাক পেতে সময় লাগছে।

শ্রমবাজারেও সংকট:

মালয়েশিয়া, দুবাই, বাহরাইন, ওমান, কাতারসহ বহু দেশে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ। কেবল সৌদি আরব কিছুটা সুযোগ রাখছে। ইউরোপের রোমানিয়া, পোল্যান্ডে সুযোগ থাকলেও দূতাবাস না থাকায় সমস্যা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অভিবাসনের কারণে বৈধ আবেদনকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন, “আমরা নিজেরাই আমাদের অবস্থান কঠিন করে ফেলেছি”। সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা, দক্ষ কর্মী তৈরি এবং অভ্যন্তরীণ কর্মসংস্থানের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Logo