Logo
×

Follow Us

বাংলাদেশ

স্কলারশিপ আপডেট

ইউজিসি পিএইচডি স্কলারশিপ ২০২৫-২৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

ইউজিসি পিএইচডি স্কলারশিপ ২০২৫-২৬

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ইউজিসি পিএইচডি স্কলারশিপ ঘোষণা করেছে। এ বছর মোট ৭৫টি ফেলোশিপ দেওয়া হবে। যে কোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সরকারি ও এমপিওভুক্ত কলেজের শিক্ষকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

স্কলারশিপে নির্বাচিতরা মাসিক ৪০ হাজার টাকা ভাতা পাবেন, যা সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত প্রদান করা হবে। এছাড়া গবেষণা কার্যক্রম, সেমিনার ও প্রকাশনা-সংক্রান্ত আর্থিক সহায়তাও তারা পাবেন। বাছাই প্রক্রিয়ায় মূলত গবেষণা প্রস্তাবের মান, শিক্ষাগত যোগ্যতা এবং গবেষণার প্রাসঙ্গিকতা বিবেচনা করা হয়।

স্কলারশিপের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয়ে আবেদনের সীমাবদ্ধতা নেই। তবে দেশের শিক্ষাব্যবস্থা ও জাতীয় স্বার্থে প্রাসঙ্গিক এ রকম যে কোনো গ্রহণযোগ্য গবেষণা বিষয়ে আবেদন করা যাবে। ইতিপূর্বে বিভিন্ন বছরে শিক্ষক-গবেষক এবং গবেষণায় আগ্রহী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপ পেয়েছেন।

আবেদনকারীদের ইউজিসি ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং এর সঙ্গে গবেষণা প্রস্তাবের সারসংক্ষেপ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৫।

https://ugc.gov.bd/

Logo