ঢাকা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে এপিবিএন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (APBn) হাতে তুলে দেওয়া হচ্ছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যদের নিজ নিজ ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। প্রধান উপদেষ্টার দপ্তরের সিদ্ধান্তে এই রদবদল কার্যকর হচ্ছে।
গত এক বছর ধরে এপিবিএন ও অ্যাভিয়েশন সিকিউরিটির মধ্যে চলমান দ্বন্দ্ব এবং সম্প্রতি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (CAAB) পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজিকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে পুলিশের মহাপরিদর্শককে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টি আলোচনায় আসে।
এপিবিএন অভিযোগ করে, AvSec তাদের অফিস কক্ষ বিমানবন্দর থেকে সরিয়ে দিয়েছে। পরে অক্টোবর মাসে এপিবিএন সদস্যরা অভিযোগ করেন, তাদের অফিসের আসবাবপত্রও সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (GD) করা হয়। একই সময়ে বিমান বাহিনীর সদস্যদের দ্বারা যাত্রী হয়রানির একাধিক অভিযোগও উঠে আসে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়।
AvSec পাল্টা অভিযোগ তোলে, এপিবিএন সদস্যরা এসব ঘটনার ভিডিও ফুটেজ মিডিয়ায় সরবরাহ করেছেন। সর্বশেষ CAAB-এর নিরাপত্তা সদস্য এয়ার কমোডর আসিফ ইকবাল পুলিশের সদর দপ্তরে চিঠি পাঠিয়ে এপিবিএন কমান্ডারের বিরুদ্ধে প্রটোকল ভঙ্গের অভিযোগ তোলেন।
এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে ছয়টি সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম ও CAAB চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
লুৎফে সিদ্দিকী বলেন, “আমাদের পেশাদারিত্ব ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।” আইজিপি বাহারুল আলম বলেন, “বিমানবন্দরে অপরাধ প্রতিরোধ ও তদন্তের দায়িত্ব পুলিশের। আইন অনুযায়ী অন্য কোনো সংস্থা এ দায়িত্ব পালন করতে পারে না।”
বৈঠকে গৃহীত ছয়টি সিদ্ধান্ত:
- বিমানবন্দরে একক কমান্ড ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সব সংস্থা CAAB-এর অধীনে কাজ করবে
- এপিবিএন ও AvSec উভয়েই CAAB-এর নির্দেশনায় দায়িত্ব পালন করবে
- এপিবিএন দ্রুত টার্মিনাল ভবনে কার্যক্রম শুরু করবে
- আইজিপি ও CAAB চেয়ারম্যান নিয়মিত বৈঠকে অপারেশনাল সমস্যা সমাধান করবেন
- বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব শেষে নিজ বাহিনীতে ফিরে যাবেন
- দেশের সব বিমানবন্দরে সাপ্তাহিক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হবে
তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন