Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষার খবর

শিক্ষার্থীদের ভ্রমণ নিষেধাজ্ঞায় নেই বাংলাদেশের নাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪

শিক্ষার্থীদের ভ্রমণ নিষেধাজ্ঞায় নেই বাংলাদেশের নাম

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় থমকে গেছে ১৯টি দেশের হাজারো শিক্ষার্থীর আমেরিকায় পড়াশোনার স্বপ্ন। তবে এই নিষেধাজ্ঞার তালিকায় নেই বাংলাদেশের নাম। ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের আমেরিকার যেতে কোনো প্রকার সমস্যা নেই। এটা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আনন্দের খবর হলেও গত জুনে ঘোষিত এই নিষেধাজ্ঞার ফলে ইরান, মিয়ানমার, আফগানিস্তান ও সুদানের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবিসি নিউজের তথ্য অনুযায়ী, গত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব দেশের প্রায় ৫ হাজার ৭০০ শিক্ষার্থী এফ-১ ও জে-১ স্টুডেন্ট ভিসা পেলেও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকেই যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না। 

নিষেধাজ্ঞার ফলে শুধু ভিসা আটকে যাওয়া নয়, অনেক শিক্ষার্থী তাদের আইনি অবস্থানও হারিয়েছেন। এমনকি কিছু বিশ্ববিদ্যালয়; যেমন হার্ভার্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করতে বাধ্য হয়েছে। এতে করে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বেড়েছে।

বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। তবে এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আর বিশেষজ্ঞদের মতে, এটি আন্তর্জাতিক শিক্ষা বিনিময় ও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।


Logo