প্রবাসীদের জন্য ‘Postal Vote BD’ অ্যাপ চালু করছে ইসি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘Postal Vote BD’ নামে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী নাগরিক, নির্বাচন কর্মকর্তা, সরকারি কর্মচারী এবং কারাবন্দিরা ডাকযোগে ভোট দিতে পারবেন।
১৮ সেপ্টেম্বর রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, অ্যাপটি ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং নিবন্ধনের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। তিনি বলেন, “নিবন্ধিত ভোটাররা ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পাবেন, ভোট প্রদান শেষে নির্ধারিত সময়ের মধ্যে তা ফেরত পাঠাতে হবে।”
ভোটের পদ্ধতি সম্পর্কে তিনি জানান, ভোটারদের কাছে একটি বড় খামে তিনটি ছোট খাম পাঠানো হবে। একটিতে ব্যালট, একটিতে চিহ্নিত ব্যালট ফেরত পাঠানোর ব্যবস্থা এবং তৃতীয়টিতে নির্দেশনা থাকবে। ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। ভোটাররা প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।
তিনি আরো বলেন, “কোনো প্রবাসী দেশে ফিরে এসে ভোট দিতে পারবেন না। শুধু নিবন্ধিত ব্যক্তিরাই ডাকভোটের সুযোগ পাবেন।” নির্বাচনের সময়সূচির সঙ্গে মিল রেখে ব্যালট পাঠানো ও গ্রহণের সময় নির্ধারণ করা হবে।
আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রসঙ্গে আখতার আহমেদ জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে। তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক এই দলে থাকবেন এবং তারা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন।
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে সচিব জানান, ৭০ শতাংশ উপকরণ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ বাকিগুলোও সরবরাহ সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে সিল, স্বচ্ছ ব্যালট বাক্সের তালা, হেসিয়ান ব্যাগসহ অন্যান্য সামগ্রী।
এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন পেয়েছে, যা নির্বাচন কর্মকর্তাদের সার্ভিস কাঠামো গঠনে সহায়ক হবে এবং জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবস্থাপনাও কমিশনের আওতায় আসবে।
আসনসীমা পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি জানান, ৩০০টি আসনের সীমা নির্ধারণ সম্পন্ন হয়েছে। তবে বাগেরহাট ও ফরিদপুরে প্রতিবাদের পর কয়েকটি পক্ষ আদালতে রিট করেছে, ফলে বিষয়টি বিচারাধীন রয়েছে।
তথ্যসূত্র: দ্য ডেইলি সান