Logo
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়ায় মাফিয়া গ্যাংয়ের গুলিতে মাদারীপুরের প্রবাসী যুবক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯

লিবিয়ায় মাফিয়া গ্যাংয়ের গুলিতে মাদারীপুরের প্রবাসী যুবক নিহত

লিবিয়ায় মাফিয়া গ্যাংয়ের গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের এক প্রবাসী যুবক। নিহত যুবকের নাম জীবন (২২), পিতা কলাম ঢালী। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ১৮ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জইয়ার গ্রামে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিবিয়ায় জীবনের সঙ্গে থাকা বাংলাদেশি সহযাত্রীদের মাধ্যমে তার পরিবারের কাছে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

প্রায় ছয় মাস আগে জীবন লিবিয়ায় যান, উদ্দেশ্য ছিল সেখান থেকে ইতালিতে পাড়ি জমানো। তাকে এই প্রলোভনে ফেলেন ঝিকরহাটি গ্রামের মানব পাচারকারী রাসেল খান, যিনি সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের বাসিন্দা। লিবিয়ায় পৌঁছানোর পর জীবন কয়েক মাস ধরে বন্দি অবস্থায় ছিলেন। পরে একটি মাফিয়া গ্যাং তাকে গুলি করে হত্যা করে।

স্থানীয়রা জানান, এভাবে অনেক তরুণ প্রতিনিয়ত দালালদের ফাঁদে পড়ে জীবন হারাচ্ছেন। তারা সরকারের কাছে নিহত জীবনের পরিবারের জন্য সহায়তা দাবি করেছেন এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন বলেন, “দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণরা দালালের প্রলোভনে পড়ে লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন। এতে অনেকেই প্রাণ হারাচ্ছেন।” তিনি আরো জানান, অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় আবারো স্পষ্ট হলো, মানব পাচারের ভয়াবহতা এবং বিদেশে অনিরাপদ যাত্রার পরিণতি কতটা নির্মম হতে পারে। সচেতনতা ও কঠোর নজরদারির মাধ্যমে এমন মৃত্যুর মিছিল থামানো জরুরি।

তথ্যসূত্র: দ্য ডেইলি অবজারভার

Logo