Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে চাকরির খবর

ব্রুনাই নেবে ১৪ জন কর্মী, আবেদনের শেষ সময় ২১ সেপ্টেম্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

ব্রুনাই নেবে ১৪ জন কর্মী, আবেদনের শেষ সময় ২১ সেপ্টেম্বর

ব্রুনাইয়ের দুটি কোম্পানি বাংলাদেশ থেকে ১৪ জন কর্মী চেয়েছে। এই মর্মে বোয়েসেল প্রজ্ঞাপন দিয়েছে। সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাওয়ার অন্যতম বিশ্বস্ত মাধ্যম বোয়েসেল।

প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে, কোম্পানিগুলো কনস্ট্রাকশন ওয়ার্কার, জেনারেল লেবার, ওয়েলডার, ইলেকট্রিশিয়ান নিতে চাইছে। যাদের বেতন ধরা হয়েছে ৬০০ ব্রুনাই ডলার, যা ৫৭ হাজার টাকার বেশি।

পদভেদে কর্মীদের বয়স হতে হবে ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। কাজ করার ন্যূনতম ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সিলেক্ট হলে কোম্পানি থেকে থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়া কাজে যোগদানের সময় এবং ফেরত আসার সময় বিমান ভাড়াও কোম্পানি বহন করবে। 

চূড়ান্তভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ হাজার ৩৫০ টাকা এবং অদক্ষ/আধাদক্ষদের ক্ষেত্রে ৪৪ হাজার ৮৫০ টাকা “বোয়েসেল, ঢাকা” নামে সোনালী ব্যাংক, মগবাজার শাখায় পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করতে লগইন করতে পারেন নিচের লিংকে। 

https://brms.boesl.gov.bd/

পিডিএফ ডাউনলোড লিংক

https://brms.boesl.gov.bd/jobs/1757

Logo