Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ার আন্তর্জাতিক হালাল শোকেসে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭

মালয়েশিয়ার আন্তর্জাতিক হালাল শোকেসে বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম হালাল প্রদর্শনী মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের (MIHAS) ২১তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের যৌথ উদ্যোগে ১৭-২০ সেপ্টেম্বর Malaysia International Trade and Exhibition Center (MITEC)-এ আয়োজিত এই চার দিনব্যাপী মেলায় বাংলাদেশের আটটি শিল্প প্রতিষ্ঠান ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস অংশগ্রহণ করে।

খাদ্য ও পানীয়, চামড়া, ওষুধ, প্রসাধনী, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে অংশ নেয় গ্লোবাল ক্যাপসুলস, গোল্ডেন প্লাস ফুড, অ্যাপেক্স কনভিনিয়েন্স ফুডস, কে.এম.আর ক্রাফ্ট, রিমার্ক এইচবি, নিজজিল্যান্ড ডেইরি, এমএনএল ডিজাইনার জোন, গর্জিয়াস উইথ ট্রেন্ড ও নওরিস ফুডস লিমিটেড। হাইকমিশন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে নেটওয়ার্কিং ও বিজনেস ম্যাচমেকিংয়ে সহায়তা করছে।

১৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন ইপিবির মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার ও ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রেহান উদ্দিন, মেট্রেডের সিনিয়র পরিচালক এস. জয়শংকর, QUBE INTEGRATED MALAYSIA-এর ইউনিস লতিফ, চেম্বার প্রেসিডেন্ট সাব্বির এ খানসহ ব্যবসায়ী প্রতিনিধি ও মিডিয়া প্রতিনিধিরা।

ইপিবি মহাপরিচালক জানান, বাংলাদেশ তৃতীয়বারের মতো MIHAS-এ অংশ নিচ্ছে। মালয়েশিয়া ও আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ায় ভবিষ্যতে আরো প্রতিষ্ঠানকে অংশগ্রহণে উৎসাহিত করা হবে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার শিল্প প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে বলেন, হালাল সেক্টরে যৌথ উদ্যোগে হালাল করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব মালয়েশিয়ার সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করা হয়েছে। তিনি প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরের প্রসঙ্গও তুলে ধরেন।

বাংলাদেশি প্রতিষ্ঠান প্রাণ ও এগ্রোভার্সের বুথ পরিদর্শনের পাশাপাশি ইপিবি ও হাইকমিশনের প্রতিনিধিরা মালয়েশিয়ার হালাল ডেভেলপমেন্ট করপোরেশন, মেট্রেড ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তাদের আগামী ১-৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য Global Sourcing Expo 2025-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

মেলায় ৩৯টি দেশের ১০১৯টি কোম্পানি ২৩৮০টি বুথে অংশ নেয়। আয়োজক মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং মেট্রেড। সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে HDC ও JAKIM।

তথ্যসূত্র: মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন

Logo