
রাজধানীর গুলশানে অবস্থিত চীনের ভিসা আবেদন অফিস আগামী ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত আট দিন বন্ধ থাকবে। চীনের জাতীয় দিবসসহ অন্যান্য ছুটির কারণে এই সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে ৯ অক্টোবর থেকে অফিসটি পুনরায় কার্যক্রম শুরু করবে।
১৬ সেপ্টেম্বর চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানায়। এতে বলা হয়, জাতীয় দিবস উপলক্ষে চীনে সরকারি ছুটি থাকায় ঢাকায় অবস্থিত ভিসা অফিসও বন্ধ থাকবে।
তবে ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর শুক্রবার হওয়া সত্ত্বেও ভিসা অফিসের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। আবেদনকারীরা নির্ধারিত সময় অনুযায়ী সেবা নিতে পারবেন।
চীনের ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনা করে ভিএফএস গ্লোবাল। আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নির্ধারিত দিনে ভিসা আবেদন জমা দিতে পারেন। ভিসা অফিসটি সাধারণত রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে।
চীনা দূতাবাসের এই ঘোষণা ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অক্টোবরের শুরুতে ভিসা আবেদন করতে চাচ্ছেন। তাদের সময়সূচি অনুযায়ী পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
চীনের জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে দেশজুড়ে ছুটি পালন করা হয়, যা আন্তর্জাতিক ভিসা কার্যক্রমেও প্রভাব ফেলে। ঢাকায় চীনের ভিসা অফিসের এই ছুটি সেই ধারাবাহিকতার অংশ।
তথ্যসূত্র: চীনা দূতাবাস, ফেসবুক পেজ