
ইতালিতে চাকরি দেওয়ার প্রলোভনে শতাধিক ব্যক্তির কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। প্রকৃত ভিসার বদলে দেওয়া হয়েছে ভুয়া ভিসা, এমনকি অনেকের পাসপোর্ট আটকে রেখে হয়রানিও করা হয়েছে। এ ঘটনায় চক্রের এক সদস্য মিলন মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি।
১৬ সেপ্টেম্বর বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ইসুবদিয়া গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মিয়া স্বীকার করেছেন, ফরিদপুরের একজনের সঙ্গে ২২ লাখ টাকার চুক্তি করে ৭ লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন। তিনি ভাগ্য বদলের আশায় বিদেশে যেতে চাওয়া সাধারণ মানুষদের টার্গেট করতেন। চক্রটির নেটওয়ার্ক রয়েছে ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।
সিআইডি জানায়, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণ করা হয়েছে। চক্রের মূলহোতা হিসেবে ইতালি ও লিবিয়ায় অবস্থানরত জোসনা বেগম ও মাহবুবের নাম উঠে এসেছে।
চক্রটি প্রথমে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের চুক্তি করে। এরপর ভুয়া ভিসা ধরিয়ে দেয়, আবার কখনো পাসপোর্ট আটকে রেখে হয়রানি করে। পল্টন থানায় দায়ের করা মামলায় মিলন মিয়াকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, প্রতারণায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: সারাবাংলা ডট নেট