ঢাকা নয়, বেলজিয়ামের ভিসা আবেদন করতে যেতে হবে দিল্লি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২০
বাংলাদেশিদের জন্য বেলজিয়ামের ভিসা আবেদন পদ্ধতিতে বড় পরিবর্তন এসেছে। এখন থেকে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস আর বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে না। পরিবর্তে আবেদন করতে হবে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে।
১৬ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে সুইডেন দূতাবাসের মাধ্যমে বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ বন্ধ করা হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসার জন্য এখন থেকে আবেদন করতে হবে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে: https://visa.vfsglobal.com/ind/en/bel/apply-visa
আবেদনকারীদের প্রথমে অনলাইনে আবেদনপত্র পূরণ করে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। এরপর নির্ধারিত দিনে সশরীরে নয়াদিল্লির ভিএফএস অফিসে গিয়ে আবেদন ফাইল জমা দিতে হবে।
এই পরিবর্তনের ফলে বাংলাদেশি ভিসাপ্রার্থীদের জন্য কিছুটা বাড়তি প্রস্তুতির প্রয়োজন হবে। বিশেষ করে যাদের ভ্রমণের সময়সীমা ঘনিয়ে এসেছে, তাদের দ্রুত অ্যাপয়েন্টমেন্ট বুক করে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বেলজিয়ামের দূতাবাস জানিয়েছে, এই পরিবর্তন সাময়িক এবং ভবিষ্যতে নতুন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে তা যথাসময়ে জানানো হবে।
ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিসা আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: বেলজিয়াম দূতাবাস, দিল্লি, ভারত
logo-1-1740906910.png)