বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১

বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে স্থিতিশীল, গঠনমূলক এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত- এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, এই সম্পর্ক হবে উভয় দেশের জনগণের অংশীদারিত্বে গঠিত, যা দুই দেশের জন্যই লাভজনক।
১৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ২০২৫ সালের কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন ভার্মা। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষা; সবকিছু মিলিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব। তিনি পারস্পরিক নির্ভরশীলতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
ভার্মা আরো বলেন, দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে।
তিনি ভারতের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। যেমন- ‘প্রতিবেশী প্রথম’ নীতি, ‘পূবে তাকাও’ কৌশল, মহাসাগর মতবাদ এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গি। এসব নীতির আলোকে ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরো গভীর ও দীর্ঘমেয়াদি করার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় ভারত যে ভূমিকা রাখতে চায়, সে বিষয়েও বক্তব্য দেন হাইকমিশনার। তিনি বলেন, এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের এই কূটনৈতিক বার্তা দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।
তথ্যসূত্র: বাসস