ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮

কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলাকে শুধু কাতারের ওপর নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননাকর আক্রমণ হিসেবে অভিহিত করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই মন্তব্য করেন।
সম্মেলনে তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলকে এই আগ্রাসনের জন্য আন্তর্জাতিক জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, “ইসরায়েলের এই বেপরোয়া অভিযান জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং পূর্ববর্তী জাতিসংঘ প্রস্তাবগুলোকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করছে।”
তৌহিদ হোসেন আরো বলেন, “আমাদের সম্মিলিতভাবে ইসরায়েলকে এই নগ্ন আগ্রাসনের জন্য জবাবদিহি করতে হবে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি জানাতে হবে।” তিনি ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে ইসরায়েলের উসকানি ও আগ্রাসন রোধ করা যায়।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ওআইসির মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা এবং আরব লিগের মহাসচিবও স্বাগত বক্তব্য দেন। তারা মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সনদের লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।
সম্মেলনে ২৪ জন রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত ছিলেন। অন্য দেশগুলোর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তারা। অংশগ্রহণকারী নেতারা ৯ সেপ্টেম্বর কাতারের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও মর্যাদার প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, এই জরুরি সম্মেলনের আয়োজন করে কাতার ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বের ঐক্য ও প্রতিক্রিয়া নিশ্চিত করতে।
তথ্যসূত্র: দৈনিক দেশ রূপান্তর