Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষা আপডেট

ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে বিদেশি শিক্ষার্থীদের বাড়তি আয়ের সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০১

ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে বিদেশি শিক্ষার্থীদের বাড়তি আয়ের সুযোগ

ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের বাড়তি আয়ের সুযোগ আছে। এই প্রোগ্রামে অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রতি মাসে ২৫০ থেকে ৭০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এই কাজের সুযোগ দিয়ে থাকে। 

বিদেশে উচ্চশিক্ষার খরচ মেটাতে অনেক শিক্ষার্থী রেস্টুরেন্টে বা সুপারমার্কেটে খণ্ডকালীন কাজ করেন। কিন্তু এসব কাজের সময়সীমা দীর্ঘ হওয়ায় পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। এই সমস্যা সমাধানে নতুন একটি বিকল্প এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসাডর প্রোগ্রাম। 

এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়তি আয় ছাড়াও নেটওয়ার্কিং, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগও রয়েছে।

ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করলে শিক্ষার্থীরা ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে ক্যাম্পাসে ইভেন্ট আয়োজন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন পরিচালনা এবং নতুন শিক্ষার্থীদের গাইড করার মতো কাজ করতে পারেন।

শিক্ষার্থীরা ইউনিভার্সিটি লিভিং, অ্যামাজন, ইউনিলিভারসহ বিভিন্ন অ্যাডটেক স্টার্টআপে আবেদন করতে পারেন। ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদের শুধু আর্থিক স্বাধীনতাই দেয় না, বরং তাদের ক্যারিয়ার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Logo