Logo
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়ায় মানব পাচার চক্রের আস্তানায় অভিযান, ২৫ বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯

লিবিয়ায় মানব পাচার চক্রের আস্তানায় অভিযান, ২৫ বাংলাদেশি আটক

লিবিয়ার মিসরাতা প্রদেশের দাফনিয়া এলাকায় একটি মানব পাচার চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্স। আস্তানাটিতে অবৈধ অভিবাসনের উদ্দেশ্যে নৌকা তৈরির কাজ চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৪ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আস্তানাটির ওপর নজর রাখা হচ্ছিল। পরে পশ্চিম মিসরাতার প্রধান প্রসিকিউটরের অনুমতি নিয়ে অভিযান পরিচালিত হয়।

অভিযানে একাধিক অবৈধ নৌকা ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই ২৫ জন বাংলাদেশিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের এবং জব্দকৃত সামগ্রীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

লিবিয়া দীর্ঘদিন ধরেই সাব-সাহারান আফ্রিকা থেকে ইউরোপে মানব পাচারের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দেশটির রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে পাচারকারীরা বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে থাকে।

এই পথে যাত্রা করতে গিয়ে বহু অভিবাসী নৌকাডুবি, শারীরিক নির্যাতন, অর্থনৈতিক শোষণ ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হন। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, সুদান, ইরিত্রিয়া, সোমালিয়া ও নাইজেরিয়ার নাগরিকরা এই ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন।

মানব পাচার রোধে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও পাচারকারীদের নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অভিযান মানব পাচার চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হলেও অভিবাসন সংকট সমাধানে দীর্ঘমেয়াদি কৌশল প্রয়োজন।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আটক বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তথ্যসূত্র: সময় অনলাইন

Logo