Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষা আপডেট

উচ্চশিক্ষায় ভর্তি প্রতিযোগিতায় সাফল্যের চাবি ছোট থেকেই প্রস্তুতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৫

উচ্চশিক্ষায় ভর্তি প্রতিযোগিতায় সাফল্যের চাবি ছোট থেকেই প্রস্তুতি

শীর্ষ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির প্রতিযোগিতা শুধু পরীক্ষার নম্বর বা স্কোর দিয়ে জেতা সম্ভব নয়। বর্তমানে ভর্তি কমিটি সেই শিক্ষার্থীকে বেশি গুরুত্ব দেয়, যিনি ছোট থেকেই সৃজনশীল কার্যকলাপ, সমাজসেবা, বিজ্ঞান বা আর্ট প্রজেক্টে সক্রিয় এবং ধারাবাহিকভাবে নিজ আগ্রহ অনুসরণ করে। টাইমস অব ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাইমারি স্কুল থেকেই ছোট ছোট উদ্যোগ; যেমন- সায়েন্স এক্সিবিশনে অংশ নেওয়া, স্থানীয় কমিউনিটি প্রজেক্টে যুক্ত হওয়া, শখের বই লেখা বা কোনো ক্রিয়েটিভ হবি চর্চা করা; এই সবকিছু ভবিষ্যতের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। এছাড়া স্কুল এবং বাড়িতে অভিভাবকরা শিক্ষার্থীর আগ্রহ এবং উদ্যোগকে উৎসাহিত করলে তা তাদের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়মিত এবং লক্ষ্যভিত্তিক এই প্রচেষ্টা শিক্ষার্থীর প্রোফাইলকে অনন্য করে তোলে। শুধু তাই নয়, এতে শিশুর নেতৃত্বদক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং সময় ব্যবস্থাপনার দক্ষতাও বৃদ্ধি পায়। সব মিলিয়ে, ছোট থেকেই ধারাবাহিক প্রচেষ্টা আন্তর্জাতিক ভর্তি প্রতিযোগিতায় শিক্ষার্থীকে আলাদা করে দাঁড় করায় এবং তাকে বিশেষভাবে মূল্যায়নযোগ্য করে তোলে।



Logo