Logo
×

Follow Us

বাংলাদেশ

কাতার থেকে রেমিট্যান্স পাঠানো আরো সহজ হলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫

কাতার থেকে রেমিট্যান্স পাঠানো আরো সহজ হলো

কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য দেশে রেমিট্যান্স পাঠানো এখন আরো সহজ ও দ্রুত হয়েছে। কাতারের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ এবং বাংলাদেশের মোবাইল আর্থিক সেবাদাতা বিকাশের মধ্যে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে এই সুবিধা চালু হয়েছে।

রোববার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই পার্টনারশিপের ফলে কাতারে থাকা বাংলাদেশিরা সরাসরি বিকাশ ওয়ালেটে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এতে করে প্রবাসীরা পরিবারের প্রয়োজনে যে কোনো সময় তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারবেন, যা বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকে নিষ্পত্তি হয়ে বিকাশের নিরাপদ ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি প্রিয়জনের হাতে পৌঁছে যাবে।

ভালো বিনিময় হার, দ্রুত টাকা পৌঁছানোর নিশ্চয়তা এবং সহজ ব্যবহারযোগ্যতা- এই তিনটি দিক গুরুত্ব দিয়ে বিকাশ ও গালফ এক্সচেঞ্জ এই সেবা চালু করেছে। ফলে এটি প্রবাসী ও তাদের পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠবে।

সম্প্রতি দোহায় গালফ এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও আহমাদ আলী আল-সারাফ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আহমাদ আলী আল-সারাফ বলেন, “বিকাশের মতো বিশ্বস্ত প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আমরা বাংলাদেশি গ্রাহকদের জন্য আরো নিরাপদ ও সুবিধাজনক রেমিট্যান্স সেবা দিতে পারছি।”

বিকাশের আলী আহম্মেদ বলেন, “এই পার্টনারশিপ আমাদের বৈশ্বিক রেমিটেন্স নেটওয়ার্ককে আরো শক্তিশালী করবে। প্রবাসীরা যেন সহজে টাকা পাঠাতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। এতে শুধু পরিবার উপকৃত হবে না, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।”

তথ্যসূত্র: সারাবাংলা ডট নেট

Logo