Logo
×

Follow Us

বাংলাদেশ

কুয়েতে বাংলাদেশিদের মৃতদেহ পাঠানোর দায়িত্ব নেবে দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪

কুয়েতে বাংলাদেশিদের মৃতদেহ পাঠানোর দায়িত্ব নেবে দূতাবাস

কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে মৃতদেহ দেশে পাঠানো একটি ব্যয়বহুল প্রক্রিয়া। অনেকসময় প্রবাসীর বন্ধুবান্ধবরাই চাঁদা তুলে মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি এ বিষয়ে দূতাবাসের সহযোগিতা প্রয়োজন। 

সম্প্রতি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ১৪ সেপ্টেম্বর জারিকৃত এ বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়েতের শ্রম আইন অনুযায়ী কুয়েতের ১৮ নং ভিসায় কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে প্রেরণের খরচ সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠান কর্তৃক বহন করার বিধান রয়েছে। এছাড়া ২০ নং ভিসায় কুয়েতে ব্যক্তিগত কাফিলের অধীনে কর্মরত বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে প্রেরণের খরচ সংশ্লিষ্ট কাফিল কর্তৃক বহন করার বিধান রয়েছে। 

কুয়েতে মৃত্যুবরণকারী কোনো বাংলাদেশি কর্মীর কাফিল বা নিয়োগকর্তা না থাকলে (অর্থাৎ আকামাবিহীন থাকলে) উক্ত কর্মীর মৃতদেহ বাংলাদেশ দূতাবাসের আর্থিক সহায়তায় বাংলাদেশে প্রেরণ করা হয়।

এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কুয়েত প্রবাসী আকামাবিহীন কোনো বাংলাদেশি কর্মীর মৃতদেহ দেশে পাঠানোর জন্য চাঁদা তোলা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করে দূতাবাসের সাথে যোগাযোগ করতে। দূতাবাসের আর্থিক সহায়তায় মৃতদেহ বাংলাদেশে পাঠানোর সব ব্যবস্থা করা হবে। 

তথ্যসূত্র: কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ

Logo